Team SMF কোভিড-১৯ থেকে বাঁচাতে সেবা দিচ্ছে সুটিং ইউনিট এবং সামাজিক অনুষ্ঠানে

করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সারা বিশ্বের মত দেশেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। সাবাইকে নিয়ম মেনে চলতে হবে। একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সুতরাং সতর্ক থাকুন, সচেতন হোন, মাস্ক পড়ুন। জনসমাগম এড়িয়ে চলুন।

সুটিং অথবা কোন সামাজিক আয়োজনে সীমিত সংখ্যক মানুষ রাখুন। করোনা মুক্ত থাকতে, করোনা আক্রান্ত ব্যক্তিকে আপনার টিম থেকে আলাদা করে ফেলতে সহায়তা নিন টিম Safety Management Foundation -SMF -এর। আমাদের প্রশিক্ষিত টিম করোনাকালীন আপনাদের সেবায় নিয়োজিত।

এক্ষেত্রে আমাদের সেবা সমূহ-
১। গায়ের তাপমাত্রা পরীক্ষা করা
২। অক্সিজেনের লেভেল পরীক্ষা করা
৩। সুটিং ইউনিট অথবা অনুষ্ঠানে ব্যবহৃত যাবতীয় বিষয়াদি জীবানু মুক্ত করা
৪। সবাইকে মাস্ক পড়তে বাধ্য করা এবং নিয়মিত হাত ধোয়া অথবা স্যানিটাইজ করণ নিশ্চিত করা।
৫। একটি প্রশ্নপত্র অনুযায়ী সবাই করোনামুক্ত কি না তা যাচাই করা এবং কাউকে কড়না আক্রান্ত মনে হলে তাকে আইসোলেট করা।
৬। অগ্নিকান্ড রোধে কাজ করা।
৭। যে কোন দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা প্রদান করা সহ অন্যান্য।

বুকিং দিতে যোগাযোগ করুন-
হটলাইনঃ 01710264982
ই-মেইলঃ shakhawat2511@gmail.com/ info@safetybd.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *