রাজারহাটে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর মাস্ক ও লিফলেট বিতরণ

আজ (বুধবার) কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় করোনা ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট এবং মাস্ক বিতরণ করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।

দেশে চলমান করোনা পরিস্থিতির সাথে ডেঙ্গু জ্বর যোগ হয়েছে। দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এদিকে গবেষকরা বলছেন করোনা থেকে রক্ষা পেতে ভ্যাক্সিন নেয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারের বিকল্প নাই। তাই দেশ জুড়ে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন জনসচেতনতা মূলক প্রচারণা এবং মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জনসচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। উক্ত প্রচারণা এবং মাস্ক বিতরণ কাজে সহযোগিতা করেছেন #গ্রীন_ভয়েস, রাজারহাট উপজেলার বন্ধুরা।

এর আগে কুড়িগ্রাম সদর উপজেলা, ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, চিলমারী, রৌমারী, উলিপুর উপজেলায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ঢাকা, লালমনিরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ জেলায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।

উল্লেখ থাকে যে, করোনার প্রকোপ দেখা দেয়ার পরেই সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস ক্যাটাগোরিতে সাম্প্রতিক জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০২০ অর্জন করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *