করোনা ও ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর ক্যাম্পেইন

গতকাল (শুক্রবার) কিশোরগঞ্জের বালিখোলা ফেরিঘাট এলাকায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।

এসময় সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ মেজবানুর রহমান লিমন, ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সাখাওয়াত স্বপন, নির্বাহী পরিচালক মোনছেফা তৃপ্তি, গ্রীন ভয়েস এর তিতলী নাজনীন, আব্দুর রহিম, মতিউর রহমান সম্রাট, রাসেল মিয়া এবং রেদোয়ান রাঙ্গা উপস্থিত ছিলেন।

দেশে করোনা পরিস্থিতির শুরু থেকে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন জনসচেতনতায় কাজ করে যাচ্ছে, পাশাপাশি ঢাকাসহ দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

উল্লেখ থাকে যে, করোনার প্রকোপ দেখা দেয়ার পরই সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস ক্যাটাগোরিতে সাম্প্রতিক জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০২০ অর্জন করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *