ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন

সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে মহাখালী এলাকায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হল আজ শুক্রবার। সকাল ১০ঃ০০ টা থেকে দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত এ ক্যাম্পেইনে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান জনাব সাখাওয়াত স্বপনের নেতৃত্বে অংশ গ্রহণ করেন ফাউন্ডেশন-এর ১০ জন স্বেচ্ছাসেবক।

লিফলেট বিতরণ করছেন এসএমএফ এর স্বেচ্ছাসেবকবৃন্দ

করোনা মহামারীর সাথে সাম্প্রতিক নতুন আতঙ্কের নাম ডেঙ্গু জ্বর। গত কয়েকদিন দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত দেশে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে ৩ হাজার ৯০১ জনের। এর মধ্যে গতকাল পর্যন্ত ১ হাজার ৫৫ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। এর মধ্যে ৪৩ জন বাদে বাকি সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি।

লিফলেট বিতরণের সময় স্বেচ্ছাসেবকরা জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করনীয়, ডেঙ্গু জ্বলে হলে করনীয় এবং ডেঙ্গু জ্বরের লক্ষণ সমূহ অবগত করেন।

ডেঙ্গু সচেতনতায় টিম সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন

তাঁরা আরো প্রচার করেন যে, ডেঙ্গু আক্রান্ত হলে ব্যথা নাশক ঔষধ খাওয়া যাবে না এবং কেউ যেন ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক না সেবন করে।

ডেঙ্গু সচেতনতায় টিম সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন

এসময় সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশোন-এর চেয়ারম্যান বলেন, “ডেঙ্গুর প্রকোপে নাজেহাল নগরবাসী। ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নাই। সিটি কর্পোরেশনসহ সরকারের বিভিন্ন দপ্তর ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারী সংগঠন ও ব্যক্তি উদ্যোগ গ্রহণ করা উচিৎ।” তিনি সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এই প্রচারণা অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেন।

ডেঙ্গু সচেতনতায় টিম সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন

উল্লেখ থাকে যে, করোনার প্রকোপ দেখা দেয়ার পরেই সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস ক্যাটাগোরিতে সাম্প্রতিক জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০২০ অর্জন করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।

ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *