Plastic Products Business Promotion Council (PPBPC) এবং Bangladesh Plastic Goods Manufacturers & Exporters Association (BPGMEA) এর যৌথ আয়োজনে Fire Hazard Identification and Fire Safety প্রশিক্ষণ আজ BPGMEA Training Room, পল্টন টাওয়ার, পুরানা পল্টনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় PPBPC, BPGMEA ও BGMEA-এর নেতৃবৃন্দ বানিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি জনাব ফাতেমা আক্তার, Community Volunteer Leader হাবিবুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

FBCCI-এর সেফটি কাউন্সিলের সম্মানিত উপদেষ্টা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাবেক মহাপরিচালক শ্রদ্ধাভাজন ব্রি. জেন. আবু নাঈম মোঃ শাহীদউল্লাহ স্যার Fire Hazard Identification নিয়ে কথা বলেন এবং Fire Safety বিষয়ে কথা বলেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন- এর সম্মানিত চেয়ারম্যান জনাব সাখাওয়াত স্বপন ।
