উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর সহযোগিতায় আজ ২৮ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ তারিখে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও সরকারী সম্পদ রক্ষায় করনীয় শীর্ষক আলোচনা এবং অগ্নিকান্ডে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও সরকারী সম্পদ রক্ষায় করনীয় শীর্ষক আলোচনা

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান (অতিরিক্ত সচিব), মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শামস আল মুজাদ্দিদ, পরিচালক (প্রশাসন, অর্থ, লজিঃ পরিকল্পনা ও মনিটরিং), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঢাকা এবং প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জনাব সাখাওয়াত হোসেন স্বপন, চেয়ারম্যান, সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।

অগ্নিনির্বাপণ মহড়া

আলোচনায় অংশ নিয়ে মহাপরিচালক জনাব মোঃ আতাউর রহমান বলেন “ব্যক্তিগত নিরাপত্তা এবং পরিবারের নিরাপত্তার জন্য হলেও এই ধরণের প্রশিক্ষণে অংশ গ্রহণ করা উচিৎ”। তিনি উক্ত প্রশিক্ষণে সকলের সক্রিয় অংশ গ্রহণ করার প্রতি তাগিদ দেন। পরিচালক জনাব শামস আল মুজাদ্দিদ বলেন- “যে সকল কারণে অগ্নিকান্ড ঘটে সে বিষয় গুলোতে সচেতন থাকতে হবে এবং সবাইকে প্রশিক্ষিত হতে হবে।”

অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার

বক্তাদের আলোচনা শেষে অগ্নিকান্ড, অগ্নিনির্বাপক যন্ত্র এবং ইভাকুয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন জনাব সাখাওয়াত হোসেন স্বপন। আলোচনা শেষে অগ্নি নির্বাপণের বাস্তব মহড়া প্রদর্শন এবং অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার পদ্ধতি দেখিয়ে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *