বিজয় দিবস উপলক্ষে অগ্নিকান্ড রোধে মহিলাদের করনীয় বিষয়ে আলোচনাঃ সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে তারুণ্যের জয় বাংলা।

মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে দেশের প্রত্যন্ত এলাকা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলাধীন বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামে দিনব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা এবং শীতকালে অগ্নিদুর্ঘটনা রোধে গ্রামের মহিলাদের করনীয় শীর্ষক আলোচনা করা হয় গত ২৬ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখে। ২০১৫ সাল থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ে কাজ করে আসছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।
দিনব্যাপী এই আয়োজনের শুরুতেই জাতীয় পতাকা উত্তলোন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর শুরু হয় গ্রামের শিশু-কিশরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা। আস্তে আস্তে শুরু হয় জনসমাগম, নারী-পুরুষের সমান উপস্থিতি। বিকেলে মহিলাদের নিয়ে শুরু হয় অগ্নিকান্ড রোধে করনীয় শীর্ষক আলোচনা। প্রায় ঘন্টাব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা করেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব সাখাওয়াত স্বপন। আলোচনা শেষে স্থানীয়রা জানান “আমাদের গ্রামে এই প্রথম এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হল, আমরা অগ্নিকান্ড নিয়ে অনেক বিষয় শিখতে পেরেছি, সরকারী-বেসরকারী উদ্যোগে এমন আলোচনা প্রতি মাসেই অনুষ্ঠিত হওয়া উচিৎ।

বিজয় দিবস-২০২০

পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

  1. Wow, amazing blog layout! How lobg have you bedn blogging for?
    you made blogging look easy. The overall look of your web site is excellent,as welll as the content.

  2. Howdy! I could have sworn I’ve been to thi blog before
    but after browsing through some of the post I realized
    it’s new to me. Nonetheless, I’m definitely delighted I found it and I’ll be bookmarking and checking back frequently!

Leave a Reply to alcohol treatment centers utah Cancel reply

Your email address will not be published. Required fields are marked *