বহ্নিশিখা-SMF এর উদ্যোগে খুলনায় দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ

খুলনায় দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ

গ্রীন ভয়েস-এর নারী বিষয়ক টিম বহ্নিশাখা-খুলনা টিমের আয়োজনে গতকাল ২৪ জনুয়ারী ২০২১ খ্রিস্টাব্দ তারিখে খুলনার কিশোরী- তরুণীদের “অগ্নিকান্ডে নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা” বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হল। উক্ত প্রশিক্ষণে অগ্নিকান্ডের কারণ, অগ্নিনির্বাপণ পদ্ধতি এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে আলোচনা করেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন (এসএমএফ)- এর চেয়ারম্যান জনাব সাখাওয়াত স্বপন। আর দুর্যোগ সচেতনতা নিয়ে কথা বলেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন (এসএমএফ)-এর সাধারণ সম্পাদক মোনছেফা তৃপ্তি। আলোচনা শেষে অগ্নিনির্বাপণের বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন (এসএমএফ)-এর চেয়ারম্যান জনাব সাখাওয়াত স্বপন বলেন- দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশীক্ষণের বিকল্প নেই, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই প্রশিক্ষণে অর্থায়ন করায় তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কে ধন্যবাদ জানিয়ে বলেন- এসব প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিৎ, যদি আমরা দেশের তরুন-যুবদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখতে পারি তাহলে দুর্যোগ ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

দুর্যোগ সচেতনতা নিয়ে কথা বলছেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক

অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন (এসএমএফ) এর কার্যনির্বাহী সদস্য জনাব সোয়াইবুর রহমান সোহাগ এবং বহ্নিশিখা, খুলনা শাখার সমন্বয়ক হাফসা তাসনিম, উইথ সি এর প্রতিষ্ঠাতা ইমরান জাহান আরাফাত সহ স্থানীয় সচেতন নারী সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *