নারায়ণগঞ্জে ‘গ্যাসের চুলায় আগুন দিতে গিয়ে সৃষ্ট আগুনে’ ৮ জন দগ্ধ হয়, তাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
নারায়ণগঞ্জের এক বাসায় ‘গ্যাসের লিকেজ থেকে’ আগুন লেগে তিন শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন।
তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছেন। তাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর ঢাকেশ্বরী এলাকার একটি বাসায় রোববার রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নি দুর্ঘটনা ঘটে। ভোর পৌনে ৫টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধিকাংশের মেজর বার্ন, অবস্থা আশঙ্কাজনক।”
আহতরা হলেন– মো. সাব্বিব (১৬), হান্নান (৪০), লাকি (৩০), সামিয়া (৯), জান্নাত (৩), রূপালী (২০), সুমাইয়া (১ বছর ৬ মাস) এবং সোহাগ (২৩)।
তাদের মধ্যে মো. সাব্বিরের শরীরের ২৭ শতাংশ, হান্নানের ৪৫ শতাংশ, লাকির ২২ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ, জান্নাতের ৩ শতাংশ, রূপালীর ৩৪ শতাংশ, সুমাইয়ার ৪৪ শতাংশ এবং সোহাগের শরীর ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
জানা যায় রান্নার চুলা জ্বালাতে গেলে ওই বাসায় আগুন লাগে।