ঢাকা শহরের বাড়ি/ফ্ল্যাট মালিক বরাবর সেফটি ফাউন্ডেশনের চিঠি

বরাবর,
সভাপতি/ সম্পাদক
ফ্ল্যাট/ বাড়ী মালিক সমিতি

বিষয়: আপনার আবাসিক ভবনে/ ভবন সমূহে অগ্নিকান্ড, ভূমিকম্প ও জরুরী উদ্ধার পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ প্রসঙ্গে ।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয়ে জানাচ্ছি যে, সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন, দুর্যোগ কালীন নিরাপদে থাকার আন্দোলন, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে একটি নিবন্ধিত সংগঠন, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবদান রাখায় জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০২০ এ ভূষিত হয়েছে। এই সংগঠনটি দুর্যোগ ব্যবস্থাপনায় হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে থাকে। মূলত অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার, ভূমিকম্প ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, জরুরী উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। আপনি জেনে খুশি হবেন যে ইতোমধ্যে দুইশতাধীক শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনে আমরা প্রশিক্ষণ করিয়েছি। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, এনজিও এবং দূতাবাসেও প্রশিক্ষণ কর্মসূচী হযেছে। বাংলাদেশ সরকারের অর্থায়ন ও প্র্যাক্টিকেল এ্যকশন এর আয়োজনে আমরা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিনির্বাপণ, ভূমিধ্বস ও জরুরী উদ্ধার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ করিয়েছি। যে কোন মুহূর্তে যে কোন ব্যক্তির অসাবধানতার জন্য অগ্নিকান্ড হতে পারে, নিমিশেই ধংস হতে পারে আপনার সারা জীবনের অর্জিত সম্পদ। ইউএনডিপি’র তথ্য অনুযায়ী ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। ঢাকায় ভূমিকম্প হলে সবচেয়ে বেশি মানুষ মৃত্যু বরণ করবে আগুণে পুড়ে। সুতরাং অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং হাতে-কলমে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আমরা আপনার আবাসিক ভবনে/ ভবন সমূহে অগ্নিকান্ড, ভূমিকম্প ও জরুরী উদ্ধার পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ করাতে চাই। সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রশিক্ষক প্যানেলে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি)- এর সাবেক প্রশিক্ষক যাঁরা প্রত্যেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স সম্পন্ন করেছেন।
অতএব আপনার আবাসিক ভবনে/ ভবন সমূহে অগ্নিকান্ড, ভূমিকম্প ও জরুরী উদ্ধার পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের অনুমতি ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে দুর্যোগ ঝঁকি হ্রাস করতে আপনার প্রতি অনুরোধ রইল।

আপনার বিশ্বস্ত

মোঃ সাখাওয়াত হোসেন
চেয়ারম্যান
সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন
মোবাইলঃ ০১৭১০২৬৪৯৮২

সংযুক্তিঃ প্রয়োজনীয় উপকরণসহ সংক্ষিপ্ত আর্থিক বাজেট

আবাসিক ভবনে প্রশিক্ষণের বিষয়বস্তু এবং আর্থিক বাজেট নিম্নরূপঃ

প্রশিক্ষণের বিষয়বস্তু
১। অগ্নিকান্ডে নিরাপত্তা ও অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার
২। ভূমিকম্প ব্যবস্থাপনা
৩। জরুরী উদ্ধার পদ্ধতি

প্রয়োজনীয় সময়
৩ঃ০০ ঘন্টা

৩০-৪০ জন প্রশিক্ষণার্থীর জন্য প্রয়োজনীয় উপকরণ এবং আনুমানিক ব্যয়

  • প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম- ১০০০
  • প্রশিক্ষক সম্মানী- ২,৫০০
  • প্রশিক্ষণ সহকারীর সম্মানী- ১,০০০
  • পরিবহণ- ১,০০০
  • প্রিন্ট ও অন্যান্য – ৫০০
    মোট ৬,০০০ টাকা
    কথায়ঃ আবাসিক ভবনে প্রশিক্ষণ ফি ছয় হাজার টাকা মাত্র।

যা কিছু প্রস্তুত রাখবেন

  • মাস্ক (সকলের জন্য)
  • জ্বালানি (১/২ লিটার পেট্রোল/অক্টেন/ডিজেল এবং ২ কেজি পরিমাণ শুকনো কাঠ/বাঁশ)
  • চটের বস্তা (২ টি)
  • পানির বালতি (পানিসহ)
  • ফায়ার এক্সটিংগুইশার (১ টি)
  • ৩০-৪০ জনের বসার ব্যবস্থাসহ একটি কক্ষ এবং অগ্নিনির্বাপণ মহড়ার জন্য খোলা জায়গা।

(বি. দ্রঃ জিও/এনজিও/ব্যবসায় অথবা শিল্প প্রতিষ্ঠানের জন্য একদিনের প্রশিক্ষণ ফি ১৫,০০০-২৫,০০০ টাকা মাত্র।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *