দেশ জুড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলছে। করোনার পাশাপাশি ডেঙ্গু এখন আরেক আতঙ্কের নাম। এজন্য সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ এবং ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু হলে করনীয় ও ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে মাইকিং করছে সংগঠনটি।

ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইনের ধারাবাহিকতায় আজ শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচি হিসাবে মোহাম্মদপুর এলাকায় লিফিলেট বিতরণ এবং সচেতনতামূলক মাইকিং করা হয়। বেলা ১১ঃ০০ টা থেকে দুপুর ১ঃ০০ পর্যন্ত এই কর্মসূচি পরিচালনা করে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।
লিফলেট বিতরণ এবং মাইকিং-এ সক্রিয়ভাবে কাজ করছেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক নয়ন, ইসহাক, আনোয়ার সহ আরো কয়েকজন ।

এসময় সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর অন্যতম উপদেষ্টা জনাব রুস্তম আলী খোকন, উপদেষ্টা জনাব বিপু চৌধুরী, ট্রেজারার মাইনুল হোসেন মুন্না, এবং সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেন স্বপন উপস্থিত ছিলেন।
