আজ (রবিবার) কুড়িগ্রামের চিলমারী উপজেলায় করোনা ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট এবং মাস্ক বিতরণ করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।

দেশে চলমান করোনা পরিস্থিতির সাথে ডেঙ্গু জ্বর যোগ হয়েছে। দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এদিকে গবেষকরা বলছেন করোনা থেকে রক্ষা পেতে ভ্যাক্সিন নেয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারের বিকল্প নাই। তাই সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন জনসচেতনতা মূলক প্রচারণা এবং মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে।
উক্ত প্রচারণা এবং মাস্ক বিতরণ কাজে সহযোগিতা করেছেন #গ্রীন_ভয়েস_চিলমারী উপজেলার বন্ধুরা।

উল্লেখ থাকে যে, করোনার প্রকোপ দেখা দেয়ার পরেই সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস ক্যাটাগোরিতে সাম্প্রতিক জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০২০ অর্জন করেছে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন।
